USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Saturday, July 21, 2018

“শিক্ষাই জাতির মেরুদন্ড”………. বিখ্যাত ভারতীয় ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা!

যে কোনো খেলাধুলার জগতে প্রতিভাই হল মাপকাঠি, এবং বহুলাংশেই শিক্ষাগত যোগ্যতা গুরুত্বহীন থাকে। তবে আজ আমরা এই প্রবন্ধে সংক্ষেপে জানাব কিছু বিখ্যাত ভারতীয় ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা।

চলুন দেখেনেওয়া যাক বিখ্যাত ভারতীয় ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা:

১.সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক সম্পূর্ণ করেছেন।

২.শচীন তেন্ডুলকর

অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা দেওয়ায় খুববেশী পড়াশোনা করতে পারেননি সাচিন তেন্ডুলকর। সারদাশ্রম বিদ্যামন্দির থেকে দ্বাদশ শ্রেণী পাশ করেই শিক্ষাজগতে ইতি টানতে হয় তাঁকে।

৩.বীরেন্দ্র সেহবাগ

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন বীরেন্দ্র সহবাগ।

৪.যুবরাজ সিং

ডিএভি পাবলিক স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন যুবরাজ সিং।

৫.ভিভিএস লক্ষণ

নিজেকে সম্পূর্ণভাবে ক্রিকেটে মনস্থ করার আগে ভিভিএস লক্ষণ এমবিবিএস নিয়ে পড়াশোনা করেছেন।

৬.রাহুল দ্রাবিড়

সেন্ট জোসেফ কলেজে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ করার পর ব্যবসা প্রশাসন বিষয়ে এমবিএ-তে পড়া শুরু করে দেন রাহুল দ্রাবিড়। কিন্তু সেই সময়ে ভারতের জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ায় এমবিএ সম্পূর্ণ করতে পারেননি তিনি।

৭.অজিত আগরকর

সারদাশ্রম বিদ্যামন্দির থেকে বিদ্যালয়-শিক্ষা সম্পূর্ণ করে রুপারেল কলেজে স্নাতক স্তরের প্রক্রিয়া শুরু করে দেন অজিত আগরকর। তবে ক্রিকেট কেরিয়ারে মনোনিবেশ করায় স্নাতক সম্পূর্ণ করতে পারেননি তিনি।

৮.অনিল কুম্বলে

রাষ্ট্রীয় বিদ্যালয় কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই ডিগ্রী লাভ করেছেন অনিল কুম্বলে।

৯.জাভাগাল শ্রীনাথ

জয়াচামারাজেন্দ্র কলেজ অব ইঞ্জিনিয়ার থেকে ইন্সট্রুমেন্টেসন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাশ করেন জাভাগাল শ্রীনাথ।

১০.জাহির খান

বিদ্যালয়-শিক্ষা সম্পূর্ণ করে ইঞ্জিনিয়ারিং-এ যোগদান করেন জাহির খান। তবে ক্রিকেটের প্রতি আগ্রহ দেওয়ায় মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয় তাঁকে।

১১.মহেন্দ্র সিং ধোনি

ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দ্বাদশ শ্রেণী পাশ করে মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে বি.কম ডিগ্রীর জন্য নিজের নাম নথিভুক্ত করেন।

১২.গৌতম গম্ভীর

দিল্লী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হিন্দু কলেজে স্নাতক পাশ করেন গৌতম গম্ভীর।

১৩.বিরাট কোহলি

পশ্চিম বিহারের সেভিয়ার কনভেন্ট স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পাশ করেন বিরাট কোহলি, তবে তারপর ক্রিকেট পুরোপুরি মনোনিবেশ করেন তিনি।

১৪.রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন এসএসএন কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে তথ্য প্রযুক্তি বিষয়ে বি.টেক সম্পূর্ণ করেন।

১৫.সুরেশ রায়না

উচ্চবিদ্যালয় পর্যন্ত পাঠ সফলভাবে সমাপ্ত করেন সুরেশ রায়না।

১৬.রোহিত শর্মা

দ্বাদশ শ্রেনী সফলভাবে পাশ করে মুম্বইয়ের রিজভি কলেজে পড়াশোনা শুরু করে দিলেও, জাতীয় দলে সুযোগ পেয়ে যাওয়ায় মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয় রোহিত শর্মাকে।

১৭.অজিঙ্ক রাহানে

জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে বি.কম সম্পূর্ণ করেন অজিঙ্ক রাহানে।

১৮.শিখর ধবন

জাতীয় দলে ঢোকার আগে দ্বাদশ শ্রেণী পাশ করেন শিখর ধবন।

১৯.উমেশ যাদব

শংকর রাও চৌহান বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী সম্পূর্ণ করেন উমেশ যাদব।

২০.স্টুয়ার্ট বিনি

সেন্ট জোসেফ’স ইন্ডিয়ান হাই স্কুল থেকে বিদ্যালয়-শিক্ষা সম্পূর্ণ করেন স্টুয়ার্ট বিনি।

 



from bengali.sportzwiki.com https://ift.tt/2uT7muv

No comments:

Post a Comment