USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Friday, August 17, 2018

ভারত বনাম ইংল্যান্ড: কোচ রবি শাস্ত্রী বললেন তৃতীয় টেস্টে অভিষেক করবেন ঋষভ পন্থ নাকি কার্তিকের উপরই থাকবে দায়িত্ব, জেনে নিন

ভারত বনাম ইংল্যান্ড: কোচ রবি শাস্ত্রী বললেন তৃতীয় টেস্টে অভিষেক করবেন ঋষভ পন্থ নাকি কার্তিকের উপরই থাকবে দায়িত্ব, জেনে নিন

১৮ আগস্ট থেকে ট্রেন্টব্রিজ ক্রিকেট স্টেডিয়ামে ভারত আর ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট খেলা হবে। ভারত আর ইংল্যান্ডের মধ্যে হতে চলা তৃতীয় টেস্টের আগে কোচ রবি শাস্ত্রী একটি প্রেস কনফারেন্স করেন। যেখানে তিনি বেশ কিছু ইন্টারেস্টিং কথা বলেন।

ঋষভ পন্থকে নিয়ে সিদ্ধান্ত ম্যাচের সময়

কোচ রবি শাস্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয় যে ঋষভ পন্থ তৃতীয় টেস্টে খেলবেন কি না তো তার জবাবে কোচ শাস্ত্রী জানান, “ ঋষভ পন্থের খেলা বা না খেলার খবর আপনারা ম্যাচে দিন ১১টার সময় পাবেন। অন্যদিকে কোহলি এখন নিজেকে ফিট অনুভব করছেন। আমি ওকে নেটে দেখেছি আর ওর শরীর প্রতিদিনই উন্নত হতে দেখা যাচ্ছে। যা আমাদের জন্য যথেষ্ট ভাল ব্যাপার”।

আমরা কোন দলের সঙ্গে খেলছি সে কথা চিন্তা করি না

রবি শাস্ত্রী আগে জানান, “ এই দলে এটা নিয়ে চিন্তা করে না যে আমরা কোন দলের সঙ্গে খেলছি, আমাদের জন্য এটা খুব সিম্পল থিওরি, যে আমরা খালি ভাল খেলতে চাই। তা সে সামনে ইংল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া অথবা দক্ষিন আফ্রিকা, আমাদের এ ব্যাপারে কোনও মাথাব্যাথা নেই। আমরা শুধু আমাদের ভাল ক্রিকেট খেলার ব্যাপারে ধ্যান দিই”।

দ্বিতীয় টেস্টে অতিরিক্ত স্পিনার খেলানো ভুল হয়েছে

রবি শাস্ত্রী জানিয়েছেন, “হ্যাঁ, আমরা মানছি, যে দ্বিতীয় টেস্টে আমাদের উইকেট পড়তে সামান্য ভুল হয়েছে। আমাদের আরও একটি স্পিনারের জায়গায় একজন অতিরিক্ত জোরে বোলার নিয়ে নামা উচিত ছিল। কিন্তু আবহাওয়ার অনুমান করা ওখানে মুশকিল ছিল। হতে পারত যে ওখানে শেষ দিন স্পিনাররা সাহায় পেতে পারত কিন্তু ম্যাচ চলাকালীন বৃষ্টি হচ্ছিল, যে কারণে পিচ আদ্র ছিল আর স্পিনাররা সাহায্য পায়নি ফলে আমাদের ম্যাচ হারতে হয়েছে”।

অজিতের মৃত্যুতে দুঃখিত

কোচ রবি শাস্ত্রী অজিত ওয়াডেকরের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, “আমি অজিতের মৃত্যুতে যথষ্ট দুঃখ পেয়েছি, আর আমরা ওর জন্য নিজেদের সংবেদনা প্রকাশ করছি। আমি ওর সঙ্গে কাজ করেছি। ও একজন দুরন্ত অধিনায়ক ছিল। ও একজন দুরন্ত টিম ম্যানেজার এবং কোচও ছিল। ওর কাছে দলকে ম্যানেজ করার দারুন স্কিল ছিল। প্রত্যেকেই ওর মৃত্যুতে যথেষ্ট দুঃখ পেয়েছে”।



from bengali.sportzwiki.com https://ift.tt/2nLEdys

No comments:

Post a Comment