USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, August 6, 2018

Friendship Day 2018: শচীনের জন্য বন্ধুত্ব দিবসে কাম্বলির টুইট বার্তা!

ক্রিকেট দুনিয়ার নজর কাড়া বন্ধুত্ব গুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাবেক ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর ও তাঁর সতীর্থ বিনোদ কাম্বলি মধ্যকার বন্ধুত্ব। এই দুই প্রাক্তন ক্রিকেট তারকা ক্রিকেট বিশ্বে নিজেদের আগমনের আভাস দিয়েছিলেন স্কুল ক্রিকেটে ৬৬৪ রানের অবিশ্বাস্য এক পার্টনারশিপ গড়ে। একই কোচের কাছে প্রশিক্ষণ পাওয়া শচীন-কাম্বলি জুটি এক সাথে খেলেছেন অনেক বছর ধরে।

যদিও কয়েক বছরে নিজেরা ভিন্ন ভিন্ন পথে হাঁটছেন কিন্তু ছোটবেলার বন্ধুত্বটা ঠিক আগের মতই আছে। সব সময়ই নিজের অভিব্যক্তি প্রকাশ করা কাম্বলি, বন্ধুত্ব দিবসে নিজেদের বন্ধুত্বের কথা স্মরণ করে শচীনের উদ্দেশ্য একটি টুইট করেছেন। তাঁর ও শচীনের একটি ছবি তিনি পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেন, “মাঠে খেলায় তুমি সবার সেরা। মাঠের বাইরে তুমি জয় এবং আমি ভীরু। এই বন্ধু দিবসে যা আমি বলতে চাই তা হচ্ছে, এই বন্ধুত্ব আমরা কখনো ভাঙ্গব না। তোমার সঙ্গ কখনো ছাড়বো না।”

চলুন দেখে নিই টুইটটিঃ 

এদিকে কিছুদিন আগে গত মাসে শচীনের ছেলে অর্জুন তেন্ডুলকরভারতীয় অনুর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলংকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করার পর তাকে অভিনন্দন জানান কাম্বলি। তিনি বলেন, “আমার চোখ থেকে আনন্দ অশ্রু ঝড়েছে যখন আমি এটি দেখেছি। আমার চোখের সামনেই সে বেড়ে উঠেছে এবং দেখেছি খেলার জন্য কতটা পরিশ্রম করেছে। এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না তোমার জন্য, অর্জুন। এটা সবে মাত্র শুরু। আমার পক্ষ থেকে তোমার জন্য অনেকে অনেক শুভ কামনা। তোমার প্রথম উইকেট উদযাপন করেছি এবং মুহূর্তটি অনেক উপভোগ করেছি।”

সম্প্রতি, নিজেকে আবারো ক্রিকেটের সাথে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কাম্বলি। মুম্বাই টি-২০ লীগে একটি দলকে কোচিং করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জুনিয়র পর্যায়ের দলকে কোচিং করানোর জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দ্বারা নিয়োগ প্রাপ্ত কোচদের মধ্যে তিনিও ছিলেন।



from bengali.sportzwiki.com https://ift.tt/2vl3MKZ

No comments:

Post a Comment